উত্তর : দাঁতের
দোষ-ত্রুটি দূর করার জন্য এমন কাজ করা যাবে। তবে সৌন্দর্য বৃদ্ধি করার
জন্য করা যাবে না। ইবনু মাসউদ (রাঃ) বলেন, আল্লাহর লা‘নত বর্ষিত হোক সেসব
নারীদের উপর... যারা সৌন্দর্যের জন্য দাঁত কেটে সরু করে দাঁতের মাঝে ফাঁক
সৃষ্টি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে’ (বুখারী হা/৪৮৮৬; মুসলিম হা/২১২৫; মিশকাত হা/৪৪৩১)।
ইমাম নববী (রহঃ) বলেন, উক্ত হাদীছে সৌন্দর্যের জন্য দাঁতে কিছু করা হারাম
হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। তবে কেউ ত্রুটি দূরীকরণের জন্য বা চিকিৎসার
প্রয়োজনে এরূপ করলে কোন দোষ নেই (নববী, শরহ মুসলিম ১৪/১০৭, ঐ হাদীছের ব্যাখ্যা, মিরক্বাত হা/৪৪৩১; উছায়মীন, মাজমূঊল ফাতাওয়া ১৭/০৭)।