দেশব্যাপী ২০১১-১৩ সেশনের যেলা কর্মপরিষদ পুনর্গঠন

গত ১৬ই সেপ্টেম্বর ২০১১-২০১৩ সেশনের জন্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন করা হয় এবং একই দিনে মুহতারাম আমীরে জামা‘আত বিভিন্ন যেলার সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন দেন ও সকলের নিকট থেকে আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন। অতঃপর গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক ৩০ দিনের মধ্যে সাংগঠনিক যেলা সমূহের কর্মপরিষদ পুনর্গঠন করা হয়। যার বিবরণ নিম্নরূপ-

নওগাঁ ২৮ সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ যোহর পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাষ্টার আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর নবনিযুক্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কর্মী ও আত্রাই অগ্রণী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মুহাম্মাদ মুবীনুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহীদুল আলম এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

কুড়িগ্রাম-দক্ষিণ ২৮ সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ আছর কুড়িগ্রাম সদর থানাধীন মাষ্টারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্জ আব্দুর রহীমের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুনতাযির রহমান। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্জ আব্দুর রহীম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ লুৎফর রহমান এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

লালমণিরহাট ২৮ সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ এশা মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা শহীদুর রহমান, সহ-সভাপতি মাওলানা মাহবূবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মুনতাযির রহমান এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

সাতক্ষীরা ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর কদমতলা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

কুড়িগ্রাম-উত্তর ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী উপযেলাধীন গোপালপুর (ডাঙ্গীরপাড়া) আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ আযীযুর রহমানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুনতাযির রহমান। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি আলহাজ্জ আযীযুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহরাব হোসাইন এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

পঞ্চগড় ৩০ সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ফুলতলা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ এবং অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মাদ আব্দুল আহাদ, সহ-সভাপতি মুহাম্মাদ তাযীমুদ্দীন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর খান এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

দিনাজপুর-পশ্চিম ৩০ সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর লালবাগ-১ আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ এবং অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি জনাব মুহাম্মাদ ইদ্রীস আলী, সহ-সভাপতি মুহাম্মাদ আফসার আলী ও সাধারণ সম্পাদক হাফেয মুহাম্মাদ আবদুল কাহ্হার এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

বগুড়া ৩০ সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর গাবতলী পুরান বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম, সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নূরুল ইসলাম এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

ঝিনাইদহ ১ অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাঈদুর রহমান এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

নীলফামারী ১ অক্টোবর শনিবার : অদ্য বেলা ৩-টায় জলঢাকা প্রেস ক্লাব মিলনায়তনে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ এবং অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি আলহাজ্জ ওছমান গণী, সহ-সভাপতি মাওলানা সাইফুয্যামান সালাফী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

ঢাকা ১ অক্টোবর শনিবার : অদ্য বাদ মাগরিব রাজধানীর বংশালস্থ যেলা কার্যালয়ে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান, সহ-সভাপতি আলহাজ্জ মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

গাইবান্ধা-পূর্ব ১ অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর বারকোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি আহসান আলী প্রধান, সহ-সভাপতি মুহাম্মাদ ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়। [পরে ৭ই অক্টোবর সভাপতির আকস্মিক মৃত্যুর পর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান সভাপতি নিযুক্ত হন।]

গাইবান্ধা-পশ্চিম ২ অক্টোবর রবিবার : অদ্য বাদ যোহর গোবিন্দগঞ্জ টিএন্ডটি আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা প্রধান উপদেষ্টা জনাব নূরুল ইসলাম প্রধান ও বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি ডা. আওনুল মা‘বূদ, সহ-সভাপতি মাওলানা হয়দার আলী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহতাবুদ্দীন এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

রংপুর ২ অক্টোবর রবিবার : অদ্য বাদ যোহর বদরগঞ্জ মন্ডলপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার খায়রুল আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এএসএম আযীযুল্লাহ এবং অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাষ্টার খায়রুল আযাদ, সহ-সভাপতি আব্দুল হাদী মাষ্টার ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুবকর ছিদ্দীক এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

কুষ্টিয়া-পশ্চিম ২ অক্টোবর রবিবার : অদ্য বাদ আছর দৌলতপুর থানা বাজারস্থ যেলা কার্যালয়ে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া, সহ-সভাপতি মুহাম্মাদ নাযীর খান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমীরুল ইসলাম মাষ্টার এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

কুষ্টিয়া-পূর্ব ৩ অক্টোবর সোমবার : অদ্য সকাল ১০-টায় কুষ্টিয়া সদর উপযেলা জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা কাযী আব্দুল ওয়াহ্হাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা কাযী আব্দুল ওয়াহ্হাব, সহ-সভাপতি মুহাম্মাদ হাশীমুদ্দীন সরকার ও সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ আমীনুদ্দীন এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

কুমিল্লা ৩ অক্টোবর সোমবার : অদ্য বাদ মাগরিব কোরপাই বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা ছফিউল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুছলেহুদ্দীন এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

মেহেরপুর ৪ অক্টোবর মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ১০-টায়  মেহেরপুর শহরের গোভীপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনা বাহারুল ইসলাম এবং কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তারীকুয্যামান এবং অন্যান্য কর্মী ও উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

জয়পুরহাট ৪ অক্টোবর সোমবার : অদ্য বাদ যোহর তালশন (ঠনঠনিয়া) আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুয্যাম্মিল হক এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

পাবনা ৫ অক্টোবর বুধবার : অদ্য বাদ যোহর চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা বেলালুদ্দীন, সহ-সভাপতি মুহাম্মাদ শিরীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুস সোবহান এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

সিরাজগঞ্জ ৬ অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বেলা ১২-টায় যেলার সদর থানাধীন জগৎগাতি আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তযা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মাদ মুর্তযা, সহ-সভাপতি মুহাম্মাদ শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলাতাফ হোসাইন এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

রাজশাহী ৬ অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর প্রস্তাবিত দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি ডা. ইদ্রীস আলী, সহ-সভাপতি ডা. মানছূর আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

গাযীপুর ৬ অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মণিপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান, সহ-সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর আলম এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

রাজবাড়ী ৭ অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ পাংশা উপযেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা মুহাম্মাদ মকবূল হোসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুর রঊফ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ আলী খান এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

নরসিংদী ৭ অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা যেলা সভাপতি মাওলানা ছফিউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক ইউসুফ আলী। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা কাযী মুহাম্মাদ আমীনুদ্দীন, সহ-সভাপতি মুহাম্মাদ আমীর হামযাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসাইন এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

যশোর ৭ অক্টোবর শুক্রবার : অদ্য সকাল ১১-টায় শহরের ষষ্ঠীতলা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক জনাব গোলাম মোক্তাদির। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আ.ন.ম. বযলুর রশীদ এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

টাঙ্গাইল ৮ অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর শহরের ভবানীপুর-পাতুলী আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আলী। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি জনাব আব্দুল ওয়াজেদ, সহ-সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মাষ্টার ও সাধারণ সম্পাদক হারূণ ইবনে রশীদ এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

চাঁপাই নবাবগঞ্জ ৮ অক্টোবর শনিবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় রহনপুর ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল লতীফ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মীযানুর রহমান এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

জামালপুর-দক্ষিণ ৯ অক্টোবর রবিবার : অদ্য বাদ আছর সরিষাবাড়ী থানাধীন সিঙ্গুয়া বড় জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি  মুহাম্মাদ ক্বামারুযযামান বিন আব্দুল বারী। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সহ-সভাপতি মাওলানা খলীলুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নূরুল ইসলাম এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

নাটোর ১১ অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ যোহর বড়াইগ্রাম থানাধীন মালিপাড়া (বনপাড়া) আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে আমীরে জামা‘আত কর্তৃক মনোনীত সভাপতি ড. মুহাম্মাদ আলী, সহ-সভাপতি মুহাম্মাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আযীয এবং অন্যান্য কর্মীদের সাথে পরামর্শক্রমে পূর্ণ যেলা কর্মপরিষদ গঠন করা হয় ও তাদের শপথ নেওয়া হয়।

বিশেষ আলোচনা সভা

নজরপুর, নরসিংদী ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার : গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর নরসিংদী সদর থানাধীন নজরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী আলোচনা সভা শুরু হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা কাযী আমীনুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ‘আন্দোলনে’র কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আমীর হামযাহ, সাংগঠনিক সম্পাদক মাহফূযুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুছল্লী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বৃহস্পতিবার বাদ আছর শুরু হয়ে শুক্রবার জুম‘আ পর্যন্ত চলে।

যুবসংঘ

কেন্দ্রীয় প্রশিক্ষণ

রাজশাহী ১৩ ও ১৪ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার : গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার বাদ ফজর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীতে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে নব মনোনীত কর্মীদের নিয়ে দু’দিন ব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ শুরু হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল­­াহ আল-গালিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবসংঘের চারটি কর্মসূচীর মধ্যে প্রধান হ’ল সমাজ সংস্কার। এজন্য সবচেয়ে প্রয়োজন হ’ল চারটি বিষয় : ইলমী যোগ্যতা, সাংগঠনিক প্রজ্ঞা, নিরন্তর দাওয়াতী তৎপরতা ও ইমারতের প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসা। যদি প্রতি যেলায় এ ধরনের নিবেদিতপ্রাণ কিছু কর্মী জান-মাল বাজি রেখে আল্লাহর সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে ময়দানে কাজ করে, তাহ’লে  এ সমাজ একদিন সত্যিকারের ইসলামী সমাজে পরিবর্তিত হবেই ইনশাআল্লাহ। তিনি ‘যুবসংঘে’র নবমনোনীত কর্মীদের ধন্যবাদ জানান ও তাদের জন্য দো‘আ করেন।

দু’দিনব্যাপী প্রশিক্ষণে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, অত্র মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল খালেক সালাফী, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, তাবলীগ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ। বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়ে শুক্রবার জুম‘আর পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ মূল্যায়ন পরীক্ষায় ১ম হন আব্দুল্লাহ আল-মাহমূদ (রাজশাহী), ২য় আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) ও ৩য় স্থান অধিকার করেন আহমাদুল্লাহ (কুমিল্লা)। মুহতারাম আমীরে জামা‘আত তাদের হাতে পুরস্কার তুলে দেন ও দো‘আ করেন।

সেমিনার

পাংশা, রাজবাড়ী ৭ অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ পাংশা উপযেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজবাড়ী যেলার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে আহলেহাদীছ যুবসংঘের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপযেলা চেয়ারম্যান মুহাম্মাদ হাসান আলী বিশ্বাস। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমানে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য ড. মুহাম্মাদ আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুর রাযযাক, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক যাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আবু হেনা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আতাউর রহমান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সুধী যোগদান করেন।

হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও আত-তাহরীক সম্পাদকের সঊদী আরব গমন

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম গত ১১ অক্টোবর মঙ্গলবার সকাল পৌনে ১০-টায় এবং মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ১৪ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯-টার ফ্লাইটে হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সঊদী আরব গমন করেছেন। তাঁরা সকলের নিকট দো‘আ প্রার্থী।

মৃত্যু সংবাদ

(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা আহসান আলী প্রধান (৫০) গত ৭ই অক্টোবর শুক্রবার বিকেলে স্থানীয় জুমারবাড়ী বাজারের নিকটে হোন্ডা-ভ্যান এক্সিডেন্টে আহত হয়ে রাত সাড়ে ৩-টায় বগুড়ার ডক্টরস ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। পরদিন ৮ অক্টোবর দুপুর ২-টায় তার নিজ গ্রাম বাদিনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোফাক্ষার হোসাইন, ‘আন্দোলন’-এর বগুড়া যেলা সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম, গাইবান্ধা-পশ্চিম যেলা সভাপতি ডা. আওনুল মা‘বূদ ও ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সভাপতি হাফেয মুকাররম বিন মুহসিন প্রমুখ। জানাযায় আলেম-ওলামা ও উপযেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার সাবেক সহ-সভাপতি কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা ছহীলুদ্দীন (৬৩) গত ৮ই অক্টোবর সকাল ৭-টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...। ৬ই অক্টোবর  বেলা ১১-টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের আলিপুর নাথপাড়া নামক স্থানে হোন্ডা-মাইক্রো এক্সিডেন্টে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নীত হন। প্রায় ২দিন অজ্ঞান থাকার পর ৮ই অক্টোবর সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বাদ যোহর কাকডাঙ্গা মাদরাসা প্রাঙ্গনে তাঁর প্রথম ছালাতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কাকডাঙ্গা সিনিয়র মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মাওলানা মুনীরুল হুদা। কাকডাঙ্গা মাদরাসার অধ্যক্ষ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, যেলা, উপযেলা, এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুছল্লী তাঁর জানাযায় অংশগ্রহণ করেন। মৃতের ২য় জানাযা অনুষ্ঠিত হয় বাদ আছর আলিপুর সেন্ট্রাল সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে। উক্ত জানাযায় ইমামতি করেন মৃতের ৪র্থ পুত্র ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক ও দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল-মামূন। মৃতের সর্বশেষ জানাযা তাঁর বাসভবনে রাত ২-টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এ সময় উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এ এস এম আযীযুল্লাহ, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোফাক্ষার হোসাইন ও ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সভাপতি হাফেয মুকাররম বিন মুহসিন এবং সাতক্ষীরা যেলা সংগঠনের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, একই দিনে গাইবান্ধা-পূর্ব যেলা সভাপতির জানাযায় অংশগ্রহণ শেষে আমীরে জামা‘আত একটানা সফরে সাতক্ষীরা আসেন। তিনি মৃতের পরিবারবর্গকে সান্ত্বনা দেন ও ধৈর্যধারণের উপদেশ দেন।

(৩) মাসিক আত-তাহরীক-এর সাবেক সার্কুলেশন ম্যানেজার আবুল কালাম মুহাম্মাদ সাইফুর রহমান (৩৮) গত ২০শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪-টায় বগুড়া থেকে মহিমাগঞ্জ যাওয়ার পথে ট্রেন থেকে নেমে হেটে যাওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি...। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ শিশুকন্যা রেখে গেছেন। পরদিন ২১ অক্টোবর সকাল সাড়ে ১০-টায় তার নিজ গ্রাম কুন্দপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার ৪র্থ ভাই আবু নো‘মান। জানাযায় উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম ও আত-তাহরীকের সহকারী সার্কুলেশন ম্যানেজার মুহাম্মাদ কামরুল হাসান। এছাড়া যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাকে নিজ গ্রামের গোরস্থানে দাফন করা হয়। তিনি জানুয়ারী ’৯৯ থেকে জুলাই ২০০৮ পর্যন্ত মাসিক আত-তাহরীকের সার্কুলেশন ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি গাইবান্ধার একটি স্থানীয় পত্রিকায় কাজ করতেন। সেখান থেকে মুহতারাম আমীরে জামা‘আত তাকে নিয়ে এসে আত-তাহরীক-এর সার্কুলেশন ম্যানেজার হিসাবে নিয়োগ দেন। তার আকস্মিক মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আত দারুণভাবে মর্মাহত হন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তার ছোটভাই ‘আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক তাবলীগ সম্পাদক ও বর্তমানে সঊদী আরবে হজ্জব্রত পালনের উদ্দেশ্যে অবস্থানরত মাওলানা আবু তাহেরের সঙ্গে ও তার অপর ভাইদের সঙ্গে টেলিফোনে কথা বলে সান্ত্বনা দেন। একইভাবে বর্তমানে হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সঊদী আরবে অবস্থানরত আত-তাহরীক-এর মাননীয় সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসায়েন টেলিফোনে মুহতারাম আমীরে জামা‘আতের নিকট তার মৃত্যুতে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এতদ্ব্যতীত সম্প্রতি অল্পদিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন যথাক্রমে (১) আমীরে জামা‘আতের ভাগিনা মুহাম্মাদ বদরুযযামান (মানিকহার, সাতক্ষীরা) ১১ই অক্টোবর মঙ্গলবার (২) সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর গত সেশনের সেক্রেটারী মুযাফফর রহমানের পিতা ১৩ই অক্টোবর বৃহষ্পতিবার (৩) সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের মাতা ২০শে অক্টোবর বৃহষ্পতিবার এবং (৪) চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর বর্তমান সেশনের সেক্রেটারী ডাঃ শামীম আহসানের পিতা ২১শে অক্টোবর শুক্রবার। ইন্না লিল্লাহি....

[আমরা তাঁদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-ভারপ্রাপ্ত সম্পাদক] 






আরও
আরও
.