উত্তর : সালাম ফিরানোর পূর্বে তাশাহহুদে বসে কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত যেকোন দো‘আ ইচ্ছামত পড়তে পারবে (বুখারী হা/৯২৪; মিশকাত হা/৯০৯)। এছাড়া সিজদাতেও হাদীছে বর্ণিত দো‘আগুলো বেশী বেশী পড়া যাবে (মুসলিম হা/১১০২)।
কারো দো‘আ মুখস্থ না থাকলে ছালাতের বাইরে যেকোন ভাষায় যেকোন বৈধ দো‘আ করতে
পারে। তবে আল্লাহর রাসূল (ছাঃ) অধিকাংশ সময় নিম্নোক্ত সারগর্ভ দো‘আটি পাঠ
করতেন, যা দুনিয়া ও আখেরাতের সব চাহিদাকে শামিল করে। যেমন ‘রববানা আ-তিনা
ফিদ্দুনিয়া...’। এছাড়া দুই সিজদার মাঝে বসে ‘আল্লাহুম্মাগ ফিরলী
ওয়ারহামনী...’ দো‘আটিও বান্দার সব চাওয়াকে শামিল করে।