উত্তর : এরূপ কোন বিধান ইসলামী শরী‘আতে নেই। এসব সুন্নাত বিরোধী বিদ‘আতী আমল। বরং এক্ষেত্রে মজলিস ভঙ্গের যে দো‘আ রাসূলুল্লাহ (ছাঃ) শিখিয়েছেন, তা প্রত্যেকে ব্যক্তিগতভাবে পড়বে। সেটি হ’ল : ‘সুবহানাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলায়কা’। এই দো‘আ পাঠ করলে মজলিস চলাকালীন অনর্থক কথা সমূহের গোনাহ মাফ করে দেওয়া হয় এবং নেকীর কথাগুলি কিয়ামত পর্যন্ত মোহরাংকিত হয়ে যায়’ (নাসাঈ হা/১৩৪৪; তিরমিযী হা/৩৪৩৩; মিশকাত হা/২৪৫০, ২৪৩৩ ‘দো‘আ সমুহ’ অধ্যায়)।