উত্তর :
যার স্ত্রীর নিকট পরপুরুষ প্রবেশ করে, অথচ সে কিছুই মনে করে না বরং চুপ
থাকে, সে ব্যক্তিকে দাইয়ূছ বলা হয়। ইমাম যাহাবী (রহঃ) বলেন, ‘দাইয়ূছ’ সেই
ব্যক্তি যে তার স্ত্রীর ফাহেশা কাজ সম্পর্কে অবগত। কিন্তু তার প্রতি
ভালোবাসার কারণে উক্ত ব্যাপারে সে উদাসীন থাকে। অথবা তার উপর তার স্ত্রীর
বৃহৎ ঋণ বা মোহরানার ভয়ে কিংবা ছোট ছেলেমেয়েদের কারণে সে স্ত্রীকে কিছুই
বলে না এবং যার আত্মসম্মানবোধ বলতে কিছুই নেই’ (যাহাবী, কিতাবুল কাবায়ের ১/৫০ পৃঃ)। ঐ ব্যক্তির পরিণতি সম্পর্কে রাসূল (ছাঃ) বলেছেন, ‘দাইয়ূছ কখনোই জান্নাতে প্রবেশ করবে না’ (নাসাঈ হা/২৫৬২, আহমাদ, মিশকাত হা/৩৬৫৫; ছহীহুল জামে‘ হা/৩০৫২)।