কোভিড-১৯
মহামারী যে কেবল মানুষের মৃত্যুরই কারণ হচ্ছে তাই নয়। এর ফলে বাড়ছে শিশুর
জন্মও। দেশটিতে আগামী বছর স্বাভাবিক শিশু জন্মের পাশাপাশি প্রায় ২ লাখ ১৪
হাযার বাড়তি শিশুর জন্ম হ’তে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী বছর দেশটিতে
জন্ম নিতে চলেছে প্রায় ২০ লাখ শিশু। ‘ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্স
পপুলেশন ইন্সটিটিউট’ এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল শিশু জন্মের এই আনুমানিক
হিসাব দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের যে কয়টি দেশ কোভিড-১৯ মহামারীর বিস্তার
রোধে কঠোরতম লকডাউন জারী করেছিল ফিলিপাইন তার একটি। ঐ সময় দেশটির সড়কে সড়কে
সেনাসদস্যরা অস্ত্রহাতে টহল দিয়েছে। পরিবারের মাত্র একজন সদস্য শুধুমাত্র
খাবার কিনতে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেতেন। বিভিন্ন জায়গায়
কোয়ারেন্টিনের কারণে অনেকেই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে যেতে পারেননি। বহু
ক্লিনিকও ছিল বন্ধ।