উত্তর : এ্যালকোহল তথা মাদকদ্রব্য মিশ্রিত খাদ্য-পানীয় নিঃসন্দেহে হারাম (মায়েদা ৫/৯০-৯১)।
তবে আহার্য ব্যতিরেকে বাহ্যিক ব্যবহার্য বস্ত্ততে মাদকের সংস্পর্শ থাকলে
তা হারাম হবে কি না এ নিয়ে ওলামায়ে কেরামের মতদ্বৈততা রয়েছে। যেহেতু সেন্টে
বা চিকিৎসার কাজে ব্যবহৃত বস্ত্ততে মিশ্রণকৃত এ্যালকোহল শরীরের অভ্যন্তরে
কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না, এজন্য একে সরাসরি হারাম বলা যায় না। তাই
মিশ্রণের পরিমাণ স্বল্প হলে তা ব্যবহারে আপত্তি নেই। এটা মেখে ছালাত আদায়
শুদ্ধ হবে। তবে এরূপ সেন্ট পরিত্যাগ করাই উত্তম’ (ফাতাওয়া উছায়মীন নং ২৮৭; ১২/৩৭০)।