উত্তর : মুখের অবাঞ্ছিত লোম বা দাগ যা দেখলে নারীকে অসুন্দর দেখায় তা তুলে ফেলাতে কোন দোষ নেই। কারণ এগুলোর ব্যাপারে ইসলাম কোন বিধি-নিষেধ আরোপ করেনি। অবশ্য ভ্রু কোনভাবেই তুলে ফেলা যাবে না। কারণ এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/১৯৪-৯৭; উছায়মীন, ফাতাওয়া মারআতিল মুসলিমাহ ৩/৮৭৯)।
প্রশ্নকারী : আব্দুর রঊফ, কাটাখালী, রাজশাহী।