উত্তর :
এটা ভিত্তিহীন কুসংস্কার মাত্র। বরং কারো প্রতি সহানুভুতি দেখিয়ে বাকীতে
মাল দেওয়া নেকীর কাজ। কেননা এটা ঋণ প্রদানের ন্যায়। রাসূল (ছাঃ) বলেন,
দানের নেকী ১০ গুণ। আর ঋণদানের নেকী ১৮ গুণ (বায়হাক্বী, ছহীহাহ হা/৩৪০৭)।
এছাড়া পণ্য বিক্রয়ের পর চুক্তি বাতিল করার ব্যাপারে রাসূল (ছাঃ) বলেন, ‘যে
ব্যক্তি কোন লজ্জিত ক্রেতার সাথে ক্রয়-বিক্রয়ের চুক্তি বাতিল করল,
ক্বিয়ামতের দিন আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন’ (ছহীহ ইবনু হিববান হা/৫০২৯)।