উত্তর : আযান মসজিদের ছাদে, মিনারে বা মসজিদের বাইরে উঁচু স্থান থেকে দেওয়াই সুন্নাত (আবুদাউদ হা/৫১৯; বায়হাকী, সুনানুল কুবরা হা/১৯৯৫; আহমাদ হা/২২০৮০; মুত্তাফাকুন আলাইহ, মিশকাত হা/৬৮০)। অবশ্য মাইক ব্যবহারে আযানের শারঈ উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় মসজিদের ভিতর থেকেও আযান দেওয়া যেতে পারে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৭১-৭৩)। তবে মাইকবিহীন মসজিদের ভিতরে আযান দেওয়া যাবে না। কারণ এতে আযানের শারঈ উদ্দেশ্য পূরণ হয় না।
প্রশ্নকারী : তারেক আযীয, দিনাজপুর।