উত্তর : কোন প্রকারের সম্পর্ক রাখা যাবে না। এতে শয়তান অবৈধ সুযোগ নিবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয় তোমার কর্ণ, চক্ষু ও হৃদয় প্রতিটিই জিজ্ঞাসিত হবে’ (বনু ইস্রাঈল ৩৬)। তিনি বলেন, বস্ত্তত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন’। ‘আর তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক প্রদান করে থাকেন’ (তালাক ৬৫/২-৩)। রাসূল (ছাঃ) বলেন, তুমি যখন আল্লাহর জন্য কোন কিছু ত্যাগ করবে তখন আল্লাহ তোমাকে তার থেকে কল্যাণকর কিছু দিবেন (আহমাদ হা/২৩১২৪, সনদ ছহীহ)। অতএব কোন প্রকার অন্যায় যোগাযোগ না রেখে বরং পূর্ণভাবে ইসলামী জীবন যাপনের মধ্যেই রয়েছে কল্যাণ ও বরকত।
প্রশ্নকারী :সাদিয়া, ঢাকা।