উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি ‘হাসান’ (ত্বাবারাণী কাবীর হা/৭৭৬৫; ছহীহাহ হা/১২০৯)। তবে অন্য একটি হাদীছে সাত ঘন্টার কথা রয়েছে যা ‘মউযূ’ বা জাল (যঈফাহ হা/২২৩৭)।
এতদ্ব্যতীত রাসূল (ছাঃ) বলেছেন, আল্লাহ তা‘আলা (ফেরেশতাদেরকে) বলেন, ‘আমার
বান্দা কোন পাপ কর্মের কথা ভাবলেই তা লিখবে না, যতক্ষণ না সেটি করে। যদি
করে তবে একটি পাপ লিখবে। আর যদি আমার কারণে পরিত্যাগ করে, তার জন্য একটি
নেকী লেখ। আর যখন সে কোন সৎকর্মের সংকল্প করে, কিন্তু সেটি না করে, তাহ’লে
তার জন্য একটি নেকী লিখবে। আর তা করলে দশ থেকে সাতশ’ বা বহুগুণ বেশী নেকী
লিখবে’ (বুখারী হা/৭৫০১, ৬৪৯১; মুসলিম হা/১২৯; মিশকাত হা/২৩৭৪)।