উত্তর :
অধিকাংশ মুফাসসির ছয় দিনের তাফসীরে ছয় দিনই বলেছেন। কেননা উক্ত দিনগুলি কত
সময়ের হবে সে বিষয়ে কিছু বর্ণিত হয়নি। যেমন ক্বিয়ামতের ১ দিনের সময়কাল হবে
দুনিয়ার ৫০ হাযার বছরের সমান (মা‘আরেজ ৭০/৪, মুসলিম, মিশকাত হা/১৭৭৩)। ইবনে আববাস বলেন, ‘সেদিন কেমন হবে সে ব্যাপারে আল্লাহই সর্বাধিক অবগত। অতএব যে বিষয়ে আমি জানি না, সে বিষয়ে বলাটা আমি অপসন্দ করি’ (কুরতুবী)।