উত্তর : তাকদীরে বিশ্বাস করা ফরয। তাকদীরে লেখা থাকে বলে মানুষ আত্মহত্যা করে এমন কথা সঠিক নয়। বরং আল্লাহ তা‘আলা অদৃশ্যের খবর রাখেন। বান্দা সমগ্র জীবনে কি করবে বা করবে না তাঁর সবই জানা। এজন্য তিনি লিখে রাখেন (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৮/৬৩)। অতএব ব্যক্তি আত্মহত্যার মত পাপ করে জাহান্নামে যাবে একথা আল্লাহ জানেন বলেই লিখে রেখেছেন। তিনি কাউকে কোন অন্যায় কাজের জন্য বাধ্য করেননি। যেমন জনৈক ব্যক্তি ওমর (রাঃ)-এর আমলে চুরি করলে তার হাত কাটার ফায়ছালা দেওয়া হয়। তখন সে ওমর (রাঃ)-কে বলল, তাক্বদীরে লেখা আছে বলেই তো আমি চুরি করেছি। তখন ওমর (রাঃ) বললেন, তোমার তাক্বদীরে লেখা আছে বলেই আমি তোমার হাত কাটার ফায়ছালা দিয়েছি (খত্বীব বাগদাদী, আল-জামে‘ লি আখলাকির রাবী ২/১৬৯, রাবী ক্রমিক ১৫১০)।
প্রশ্নকারী : রাহাত, যশোর।