উত্তর :
সাধারণতঃ সকল নবীই ৪০ বছর বয়সে নবুঅত লাভ করেছেন। তবে ঈসা (আঃ) সম্ভবতঃ
তার কিছু পূর্বেই নবুঅত ও কিতাব প্রাপ্ত হন। কেননা বিভিন্ন রেওয়ায়াত দ্বারা
প্রমাণিত হয়েছে যে, আকাশে তুলে নেবার সময় তাঁর বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে
ছিল (নবীদের কাহিনী ২/১৯৭)। ইঞ্জীল ১৩ই রামাযান এক সাথেই নাযিল হয়েছিল (আহমাদ হা/১৭০২৫, আরনাঊত্ব যঈফ বলেছেন ও আলবানী ‘হাসান’ বলেছেন; সিলসিলা ছহীহাহ হা/১৫৭৫; ফুরক্বান ২৫/৩২)।