উত্তর : উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে। কিন্তু উক্ত পাথরে বরকত আছে মনে করাটা শিরক হয়েছে। যেমন ওমর (রাঃ) হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার সময় বলেছিলেন, আল্লাহর কসম! আমি জানি যে, তুমি একটি পাথর মাত্র। কোন উপকার বা ক্ষতি করার ক্ষমতা তোমার নেই। তবে যদি আমি আল্লাহর রাসূল (ছাঃ)-কে চুমু দিতে না দেখতাম, তাহ’লে আমি তোমাকে চুমু দিতাম না’ (বুখারী হা/১৬১০; মুসলিম হা/১২৭০)। অতএব মসজিদে লাগানো উক্ত পাথরটি দৃশ্যমান হ’লে তা সরিয়ে ফেলতে হবে। অথবা অন্য কিছু দিয়ে অদৃশ্য করে দিতে হবে।
প্রশ্নকারী : যুবায়ের আহমাদ, বাজিতপুর, কিশোরগঞ্জ।