প্রশ্ন (২০/৩৮০) : জনৈক আলেম বলছেন, স্ত্রীর দুধপান করলে স্ত্রী হারাম হয়ে যাবে। এ ব্যাপারে সঠিক মত কি?
1268 বার পঠিত
উত্তর : স্ত্রীর দুধপান করলে উক্ত স্ত্রী হারাম হবে না। কেননা হারাম হওয়ার জন্য দু’বছর বয়সের মধ্যে দুধপান করা শর্ত (তিরমিযী হা/১১৫২)। তবে উক্ত দুধের প্রকৃত হকদার হ’ল সন্তান। সুতরাং স্বামী তা পান থেকে অবশ্যই বিরত থাকবে।