উত্তর : নিখোঁজ স্বামীর জন্য স্ত্রী চার বৎসর অপেক্ষা করার পর অন্যত্র বিবাহ করতে পারে (বায়হাক্বী হা/১৫৩৪৫; মুহাল্লা ৯/৩১৬ পৃঃ)।
এক্ষণে যদি সময়ের পূর্বেই বিবাহ করে থাকে, তবে উক্ত স্ত্রী পূর্বের
স্বামীর নিকটে ফিরে যাবে। আর যদি নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর বিবাহ
করে থাকে, সেক্ষেত্রে তার এখতিয়ার রয়েছে। সে দ্বিতীয় স্বামীকে মোহর ফেরত
দিয়ে ‘খোলা’ করে প্রথম স্বামীর নিকটে বিবাহের মাধ্যমে ফিরে আসবে (মুছান্নাফ আব্দুর রায্যাক হা/১২৩২৫; বায়হাক্বী হা/১৫৩৪৭, ১৫৩৪৮)।