গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর   সঠিক উত্তর

১. সূরা মুলক।              

২. গিরিশচন্দ্র সেন।

৩. ফুরক্বান, হুদা ও কিতাব।  

৪. হিজরতের পরে অবতীর্ণ সূরা বা আয়াত, তা মক্কায় অবতীর্ণ হ’লেও।

৫. ১৫টি।                   

৬. সূরা হজ্জে।

৭. সূরা ফাতিহা (ভূমিকা; সেটাও কুরআনের অংশ)। 

৮. সূরা বাক্বারাহ।

৯. সূরা ফাতিহা।    

১০. সূরা বাক্বারাহ-এর ২৮২ নং আয়াত।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।     

২. অগ্নাশয়।                     

৩. রেটিনা।                      

৪. ডায়াবেটিস।                  

৫. ইস্টজেন।                    

৬. পিটুইটারি।

৭. গলায় ল্যারিংসের উপরে, দু’পাশে।

৮. সিকামে।                    

৯. ভিলাস।

১০. বৃহদন্তে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. মর্যাদায় কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি?

২. আকারে কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?

৩. আকারে কুরআনের সবচেয়ে ছোট আয়াত কোনটি?

৪. কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ সূরা কোনটি?

৫. কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটি?

৬. কুরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা কোনটি?

৭. কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি?

৮. কুরআনের মোট ১১৪টি সূরায় কতবার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ আছে?

৯. কোন সূরায় ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ নেই?

১০. কোন সূরায় দু’বার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ আছে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. রক্তে হিমোগ্লোবিন-এর কাজ কি?

২. শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ কি?

৩. মানবদেহ গঠনে কিসের প্রয়োজন বেশী?

৪. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে?

৫. মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কি?

৬. রক্তে হিমোগ্লোবিনকে সাহায্য করে কে?

৭. মানুষের মেরুদন্ডে কয়টি অস্থি আছে?

৮. মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কোনটি?

৯. কোন গ্রুপ সব গ্রুপকে রক্ত দিতে পারে?

১০. মানবদেহে খণিজ লবণের পরিমাণ কত?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

খোর্দ্দবাগবাড় ডাঙ্গাপাড়া, বদরগঞ্জ, দিনাজপুর ৪ঠা জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বদরগঞ্জ থানাধীন খোর্দ্দবাগবাড় ডাঙ্গাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আতীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ হাফীযুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে লাবীব আল-হাসান।

আল্লাহর দীদার

এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

বিদ‘আতী আমলে যায় না পাওয়া

মহান আল্লাহর দীদার,

শিরকী আমলে কাটে না কখনো

সমাজের কালো অাঁধার।

জান্নাত পাওয়ার অসীলা তোমার

কেমনে হয় দেশের পীর?

রোগ মুক্তির দাওয়াই হয় কি করে

পীর-মাযারের তবারকের ক্ষীর?

পীর ধরে কেউ পার হ’তে পারবে না

কঠিন পুলছিরাত,

রাসূল (ছাঃ)-এর সুফারিশ ছাড়া

পাবে না কেউ নাজাত।

পেতে হ’লে জান্নাত রাসূল (ছাঃ)-এর তরীকা ধর

পীর-মাযার, জ্যোতিষ-গণক সবকিছুই ছাড়।






আরও
আরও
.