উত্তর : কথাটি বানোয়াট ও ভিত্তিহীন। পথভ্রষ্ট ছূফী মতবাদের লোকেরা এসব বলে থাকে। তারা বদরী ছাহাবী ৩১৩ জন, রাসূলগণের সংখ্যা ৩১৩ জন ও বাদশাহ তালূতের পক্ষে ৩১৩ জন্য লড়াই করেছিল ইত্যাদি যুক্তি দেখিয়ে ৩১৩ বার আয়াতুল কুরসীর ফযীলত বর্ণনা করে থাকে। কুরআন ও হাদীছে যার কোন প্রমাণ নেই।