উত্তর :
নিয়তের শাব্দিক অর্থ মনের সংকল্প। পারিভাষিক অর্থ শারঈ বিধান অনুযায়ী
আল্লাহর ইবাদত করার জন্য হৃদয়ে সংকল্প করা। যেহেতু ইমাম ও মুছল্লীগণ এই
সংকল্প করেই মসজিদে আসেন, ইমাম ছাহেব বিতর ছালাত এক রাক‘আত না কি তিন
রাক‘আত পড়াবেন তারও নিয়ত বা সংকল্প তিনি গ্রহণ করবেন। আর এতটুকুই তার জন্য
যথেষ্ট। মুক্তাদীগণের নিকট উচ্চৈঃস্বরে বলার কোন প্রয়োজন নেই। তবে কোন ইমাম
ছাহেব যদি বলে দেন, তাহ’লে তা হবে তার পুনরাবৃত্তি। জামা‘আতে তারাবীহ
আদায়ের অধ্যায়ে কোথাও পাওয়া যায় না যে ইমাম বিতর ছালাতের সময় মুক্তাদীদেরকে
সে সম্পর্কে অবহিত করবেন (তুহফাতুল আহওয়াযী ৩/৪৩৭-৪৪৮ পৃঃ)।