উত্তর : সাধ্যমত তাদের বুঝানোর চেষ্টা করতে হবে। যদি তারা হক গ্রহণ না করে তবুও তাদের সাথে দুনিয়াবী সুসম্পর্ক বজায় রাখতে হবে (লোক্বমান ৩১/১৫)।
হক-এর দাওয়াত পৌঁছানোই মূল কর্তব্য। গ্রহণ করা বা না করা তাদের ব্যাপার।
আল্লাহ চাইলে আপনার প্রচেষ্টা ও দো‘আর বরকতে একদিন নিশ্চয়ই তারা হক গ্রহণ
করবেন। তবে পরিবারের সন্তুষ্টির জন্য হককে পরিত্যাগ করার কোন সুযোগ নেই।
বরং যে কোন মূল্যে হককে আঁকড়ে থাকতে হবে (ক্বাছাছ ২৮/৫৫-৫৬)।