প্রশ্ন (২১/৪২১) : মসজিদ সম্প্রসারণের সময় কারণবশতঃ যাকাত, ফিতরা ও ওশরের টাকা আদায়কৃত মূল অর্থের সাথে মিশে গেছে, যার পরিমাণ কারো জানা নেই। এক্ষণে এরূপ মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি?
619 বার পঠিত
উত্তর : এটাকে ভুল হিসাবেই গণ্য করতে হবে এবং উক্ত অর্থ অনুমান করে বের করে যাকাতের নির্ধারিত খাতে ব্যয় করতে হবে (তওবা ৬০)। সাথে সাথে এরূপ ভুল যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে এরূপ ভুলের জন্য উক্ত মসজিদে ছালাত আদায় করতে কোন বাধা নেই।