উচ্চশিক্ষিত বিদ্যাজীবী তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলবাজির প্রতি ইংগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজচিন্তক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক বলেছেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাযার শিক্ষকের মধ্যে ৫ জনের নাম বলতে পারবে না যাদের আত্মসম্মানবোধ আছে। কাজী মোতাহার হোসেন ও তার সময়ের শিক্ষকদের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় অনেক শিক্ষকের মেরুদন্ড ছিল। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষক মেরুদন্ডহীন। প্রফেসর আবুল কাশেমের বক্তব্যে উঠে এসেছে যে, উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতই দলাদলি ও দলীয় রাজনীতির সংকীর্ণতায় আবদ্ধ যে শতকরা ৯৯.৭৫ ভাগ শিক্ষকের আত্মসম্মানবোধ নেই। শুধু তাই নয়, মেধাবী হ’লেও রাজনীতির কারণে তারা মেরুদন্ডহীন। গত ৯ই জানুয়ারী’১৬ শনিবার ঢাবির রমেশচন্দ্র মিলনায়তনে ‘মুক্তচিন্তা ও স্বাধীনতা’ শীর্ষক বক্তৃতায় তিনি আরও বলেন, জঙ্গীদের নিয়ে বুদ্ধিজীবীদের আক্রোশমূলক কথা ও রাজনৈতিক উদাসীনতার কারণে দেশে জঙ্গী সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, জঙ্গীবাদ বন্ধ করতে হ’লে আমেরিকা ও ন্যাটো সহ যেসব দেশ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়ে যাচ্ছে, তা বন্ধ করতে হবে। কারণ একজনকে মারলে সে তো মারবেই’। [হক কথা বলার জন্য প্রফেসর ছাহেবকে ধন্যবাদ। এই সঙ্গে পাঠ করুন ‘আত-তাহরীক’ সম্পাদকীয় জানুয়ারী’১৬ (স.স.)]




আরও
আরও
.