উত্তর :
জানাযার যে কয়টি তাকবীর ছুটে যাবে মুছল্লী তা ইমামের সালাম ফিরানোর পর
আদায় করে নিবে। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘ছালাতের যে অংশটুকু তোমরা
পাও সেটুকু আদায় কর এবং যেটুকু বাদ পড়ে, সেটুকু পূর্ণ কর’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৬৮৬)। তবে তা আদায় না করলেও দোষ নেই (ফিক্বহুস সুন্নাহ ১/২৭৭)।