উত্তর : ঘটনা
সঠিক। আববাসীয় খলীফা মামূন (১৯৮-২১৮ হিঃ), মু‘তাছিম বিল্লাহ (২১৮-২২৭ হিঃ)
এবং ওয়াছিক বিল্লাহ (২২৭-২৩২ হিঃ)-এর শাসনামলে ‘কুরআন সৃষ্ট কি-না?’ এ
বিষয়ে বিতর্কের উপর ভিত্তি করে মু‘তাযেলী আলেমদের চক্রান্তে খলীফাত্রয় তাঁর
উপর এ নির্মম নির্যাতন চালান। এসময় তাঁকে দীর্ঘ ২৮ মাস কারা জীবন, বহু
বেত্রাঘাত ও গৃহবন্দীত্বসহ বিবিধ শাস্তির সম্মুখীন হ’তে হয় (ইবনু কাছীর, আল-বিদায়াহ ১০/৩৩০)। এছাড়া বিভিন্ন গ্রন্থে তাঁর উপর নির্মম অত্যাচারের বিস্তারিত কাহিনী বর্ণিত হয়েছে (সুবকী, তাবাক্বাতুল হানাবিলাহ ১/৩৩৫; ইবনুল জাওযী, মানাক্বিব পৃঃ ৪০৯-১০; হিলইয়াতুল আওলিয়া ৯/২০৯-১০)।