
উত্তর : ছালাতের সময় মুছল্লীর সম্মুখ দিয়ে শিশু চলাচল করলে বা কোলে উঠে বসলে তাতে বাধা নেই (বুখারী হা/৫১৬; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩২১, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯/৩৪৮)। তবে শিক্ষাদানের উদ্দেশ্যে শিশুদেরকে বাধা দেয়া যেতে পারে। রাসূলুল্লাহ (ছাঃ) উম্মে সালামার বাড়িতে ছালাত আদায়কালে তার সামনে দিয়ে দুই শিশু অতিক্রমের চেষ্টা করলে তিনি তাদের ইশারা করে নিষেধ করেন (ইবনু মাজাহ হা/৯৪৮, সনদ যঈফ)।
প্রশ্নকারী : তহুরা বেগম, নওদাপাড়া, রাজশাহী।