গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা হজ্জে (১৮ ও ৭৭ নং আয়াত)।      ২. ৫৭ বার।

৩. ১৩৯ বার (একবচন, দ্বিবচন ও বহুবচন শব্দে)।

৪. ৭৭ বার।           ৫. ১২৬ বার।         ৬. ৬ বার।

৭. সূরা ফাতাহ-এর ২৯ নং আয়াতে।

৮. মাগযূবি আলাইহিম বলতে ইহুদীদেরকে এবং যাল্লীন বলতে খ্রিষ্টানদেরকে বোঝানো হয়েছে।

৯. সূরা কাওছার।

১০. সূরা কুরায়শ, ফালাক্ব ও আছর।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. জেনারেল এমএজি ওছমানী।

২. শিল্পাচার্য যয়নুল আবেদীন।

৩. বি এন এস পদ্মা।            

৪. ২রা মার্চ ১৯৭১।

৫. ৪ঠা মার্চ ১৯৭২।              

৬. ৪ঠা ফেব্রুয়ারী ১৯৭২।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠাকাল ১৯২১ খ্রিঃ)।

৮. বিচারপতি মুহাম্মাদ ইদ্রীস। 

৯. একে খন্দকার।   

১০. কানিজ ফাতেমা রোকসানা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআনের কোন সূরায় দু’বার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ রয়েছে?

২. কুরআনের কোন সূরার প্রথমে ‘বিসমিল্লাহ’ নেই?

৩. পবিত্র কুরআনে মোট কতবার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ রয়েছে?

৪. কোন সূরা সম্পর্কে ইমাম শাফেঈ বলেন, ‘মানুষের জন্য এ সূরাটি ব্যতীত অন্য সূরা নাযিল না হ’লেও যথেষ্ট ছিল’?

৫. পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লিখিত হয়েছে?

৬. মাক্কী সূরা ও মাদানী সূরা বলতে কি বুঝায়?

৭. মাক্কী সূরার মৌলিক বৈশিষ্ট্য কি কি?

৮. মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট্য কি কি?

৯. মাদানী সূরা চেনার উপায় কি?

১০. মাক্কী সূরার সংখ্যা কত?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)

১. দেশের প্রথম নিরক্ষরমুক্ত যেলা কোনটি?

২. দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কোনটি?

৩. দেশের প্রথম বাণিজ্য জাহাযের নাম কি?

৪. দেশের প্রথম নারী উপাচার্যের নাম কি?

৫. ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ কে?

৬. এভারেস্ট জয়ী দেশের প্রথম নারী কে?

৭. দেশের প্রথম নারী স্পিকার কে?

৮. দেশের প্রথম এভারেস্ট জয়ী কে?

৯. বাংলাদেশের ১ম আদম শুমারী হয় কত সালে?

১০. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

বাজে-ধনেশ্বর, আত্রাই, নওগাঁ ২৯শে আগষ্ট বুধবার : অদ্য সকাল সাড়ে ৬-টায় যেলার আত্রাই উপযেলাধীন বাজে-ধনেশ্বর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ শাহীনুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ শহীদুল ইসলাম।

সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার শাহমখদুম থানাধীন সন্তোষপুর-পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক সভাপতি আলহাজ্জ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক আব্দুল্লাহ আল-মামূন।

টেমা, মোহনপুর, রাজশাহী ৭ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার মোহনপুর উপযেলাধীন টেমা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ পারভেয হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ জাহিদ হাসান।

গাহি সাম্যের গান

নাছির ফরহাদ

ধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া।

আমরা নবীন আনবো সুদিন

কুরআনের জয়গান,

শান্ত হ’লেও তীক্ষ্ম মোরা

গতিশীল বেগবান।

ভয়-শঙ্কা নেই যে মোদের

মোরা বীর নওজোয়ান,

সাহসী বুকে এগিয়ে চলি

গাহি সাম্যের গান।

এই পৃথিবী আসবে একদিন

ইসলামের কব্জায়,

আলেম-ওলামা যাবে না আর

যালেমের দরজায়।

জাগবে আবার নতুন ধরা

হৃদয় করে স্নান,

বিশ্ব হৃদয় ফিরে পাবে

মুসলিমের সম্মান।

***






আরও
আরও
.