উত্তর : নাপাক
অবস্থায় সাহারী খেলে ছিয়ামের কোন ক্ষতি হবে না। আয়েশা (রাঃ) বলেন,
রাসূলুল্লাহ (ছাঃ) অপবিত্র অবস্থায় গোসল না করেই ঘুমিয়ে যেতেন, অতঃপর উঠে
গোসল করতেন’ (ইবনু মাজাহ হা/৫৮১; তিরমিযী হা/১১৮, সনদ ছহীহ)। এছাড়া কখনও জুনুবী অবস্থায় রাসূল (ছাঃ)-এর ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং ছিয়াম পালন করতেন (বুখারী হা/১৯২৬)। তবে এক্ষেত্রে ওযূ করে নেওয়া ভালো (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১০/৩০৭; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/৩১০-৩১১)।
প্রশ্নকারী : ফেরদৌস, নওদাপাড়া, রাজশাহী।