উত্তর : ছালাতের সময় সিজদার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখাই সুন্নাত (হাকেম হা/১৭৬১, আলবানী, ছিফাতু ছালা-তিন্নবী পৃঃ ৬৯)। তবে তাশাহহুদের সময় দৃষ্টি থাকবে ইশারার দিকে (আবুদাঊদ হা/৯৯০, মিশকাত হা/৯১২)।
ইচ্ছাকৃতভাবে ও বিনা কারণে আশেপাশে দৃষ্টি দিলে ছালাত বাতিল হয়ে যাবে।
রাসূল (ছাঃ) বলেন, ‘বান্দা (ছালাতরত অবস্থায়) যতক্ষণ পর্যন্ত আশেপাশে
দৃষ্টিপাত না করে, আল্লাহ তার প্রতি মনোনিবেশ করে থাকেন। যখন আশেপাশে তাকায়
তখন আল্লাহ দৃষ্টি ফিরিয়ে নেন (আহমাদ, হাকেম, আবুদাঊদ হা/৯০৯-১০; ছহীহাহ হা/১৫৯৬; মিশকাত হা/৯৯৫)।
তিনি বলেন, যারা ছালাতের মধ্যে দো‘আর সময় আকাশের দিকে দৃষ্টি উঠায়, তারা
হয় তাদের এই কাজ থেকে বিরত হবে, না হয় তাদের চোখের জ্যোতি কেড়ে নেয়া হবে’ (মুসলিম, মিশকাত হা/৯৮৩)।