উত্তর :
এমতাবস্থায় তার কোন ফরয ও নফল ইবাদত কবুল হবে না। আলী (রাঃ) হ’তে বর্ণিত,
রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি বিদ‘আত সৃষ্টি করে অথবা কোন বিদ‘আতীকে আশ্রয়
দেয়, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। তার ফরয ও নফল কোন
ইবাদত কবুল করা হবে না (বুখারী, মুসলিম; মিশকাত হা/২৭২৮)। অতএব সকল প্রকার শিরক ও বিদ‘আত পরিহার করা একান্তভাবে যরূরী।