উত্তর : এ
কথা সঠিক নয়। তবে মুমিনের কোন বিপদ-আপদ, দুঃখ-বেদনা বা কোন রোগ-ব্যাধি
এমনকি পায়ে কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পেলেও এগুলি দ্বারা তার গুনাহ মাফ করা হয়
এবং আল্লাহ তার মর্যাদা উঁচূ (বুখারী হা/৫৬৪১; মুসলিম হা/২৫৭২; মিশকাত হা/১৫৩৭)। যদি সে ছবর করে এবং আল্লাহর ফায়ছালার উপর খুশী থাকে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২৯৭)।