‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ-এর গবেষণা সহকারী আহমাদ আব্দুল্লাহ ছাকিব সম্প্রতি পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ-এর ইসলামিক স্টাডিজ (উছূলুদ্দীন) অনুষদভুক্ত হাদীছ বিভাগ থেকে এম.এস. ডিগ্রী অর্জন করেন। গত ২৯শে জুলাই’১৭ শনিবার দেশে ফিরেন। ‘ইলালুল হাদীছ’-এর উপর কৃত তাঁর এম.এস. থিসিসের শিরোনাম ছিল : مَرْوِيَّاتُ الْإِمَامَيْنِ عَمْرِو بْنِ دِيْنَارٍ وَمَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ الْمُعَلَّةُ بِالْاِخْتِلاَفِ عَلَيْهِمَا فِى كِتَابِ الْعِلَلِ لِلإِمَامِ الدَّارَقُطْنِىِّ : دِرَاسَةٌ نَقْدِيَّةٌ। থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ‘হাদীছ ও উলূমুল হাদীছ’ বিভাগের চেয়ারম্যান ও প্রফেসর ড. ফাৎহুর রহমান কুরাশী (সূদান)।

পাকিস্তানে অবস্থানকালে তিনি দাওয়াহ, ইসলামী অর্থনীতি, আইন ও বিচার, শিক্ষা ও গবেষণা, লীডারশীপ প্রভৃতি বিষয়ে স্কীল ডেভেলপমেন্ট ওয়ার্কশপসহ কয়েকটি আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। 

তিনি পাকিস্তানের প্রখ্যাত মুহাদ্দিছ আল্লামা ইরশাদুল হক আছারী এবং প্রফেসর ড. সোহায়েল হাসান-এর নিকট থেকে ‘কুতুবে সিত্তাহ’ পাঠ দানের লিখিত ‘ইজাযত’ লাভ করেছেন। এতদ্ব্যতীত তিনি ড. ফযলে এলাহী (পাকিস্তান), ড. সোহায়েল হাসান (পাকিস্তান), ড. আব্দুল্লাহ রিযক (ফিলিস্তীন), ড. রিফ‘আত সাঈদ (মিসর), ড. নাবীল ফাওলী (মিসর), ড. ইউস্রী আব্দুল আলীম আজূর (মিসর), ড. যায়েদ আল-আবলান (সঊদী আরব), ড. সুলায়মান হাওয়ামেদাহ (জর্ডান) প্রমুখ বিদ্বানগণের ইলমী হালক্বায় অংশগ্রহণ করেছেন। তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় আহলেহাদীছ নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎসহ সেদেশের প্রসিদ্ধ আহলেহাদীছ মারকায, শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরী সমূহে বিস্তৃতভাবে ভ্রমণ করেছেন। যার কিছু কিছু্ ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীকে’ ও ‘তাওহীদের ডাকে’ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য যে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামী শরী‘আতে হাদীছের গুরুত্ব ও প্রামাণিকতা : একটি পর্যালোচনা’ বিষয়ে পিএইচ.ডি গবেষণায় রত আছেন। তিনি সকলের দো‘আপ্রার্থী।







আরও
আরও
.