উত্তর : কোন
প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ তা‘আলা
প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান (যথাসাধ্য সুন্দর রূপে সম্পাদন করা)
অত্যাবশ্যক করেছেন। সুতরাং তোমরা যখন (কোন প্রাণীকে) হত্যা করবে, তখন উত্তম
পন্থায় হত্যা করবে; আর যখন যবেহ করবে তখন উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের
প্রত্যেকে যেন তার ছুরি ধার করে নেয় এবং তার যবেহকৃত জন্তুকে শাস্তি
প্রদান না করে (অহেতুক কষ্ট না দেয়) (মুসলিম হা/১৯৫৫; মিশকাত হা/৪০৭৩)।
তবে মাছকে যবেহ করা শর্ত নয়। বরং যে পন্থায় মাছ কাটলে সেটি কষ্ট কম পাবে
সে পন্থায় মাছ কাটতে হবে। আল্লাহ প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৫৪৯ প্রভৃতি)।