উত্তর : পিতা ও দাদার পরকালীন মুক্তির জন্য চাচার প্রাপ্য অংশ প্রদান করা ভাতীজাদের উপর আবশ্যক (বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১৯/৪৯৪)। কারণ আল্লাহ তা‘আলা ওয়ারিছদের নায্য অধিকার কুরআনে নির্ধারণ করে দিয়েছেন এবং রাসূল (ছাঃ) হাদীছে সন্তানদের মাঝে ইনছাফ করাকে ফরয করে দিয়েছেন (নিসা ৪/১১; বুখারী হা/২৫৮৭; মিশকাত হা/৩০১৯)। এখানে কারো ব্যক্তিগত অন্যায় ধর্তব্য নয়। সুতরাং ভাতীজাদের জন্য করণীয় হ’ল, চাচার প্রাপ্য অংশ বের করে তার নিকট হস্তান্তর করা।
প্রশ্নকারী : সাইমন হোসাইন, আনোয়ারা, চট্টগ্রাম।