উত্তর : স্ত্রী খোলা‘ করে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এজন্য আদালত বা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে স্বামীকে মোহর বা মোহরের অংশবিশেষ ফিরিয়ে দিবে’ (ইবনু কুদামাহ, আল-মুগনী ৮/১৮১; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩২/২৮৯-৯০)। খোলা‘কারী মহিলা এক ঋতু ইদ্দত পালন করবে। ইদ্দত শেষে অন্যত্র বা পূর্ব স্বামীর সাথে পুনরায় বিবাহ করতে পারবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩৩/১৫৩)। ছাবিত বিন ক্বায়েসের স্ত্রী তার স্বামীর নিকট থেকে খোলা‘র মাধ্যমে বিচ্ছিন্ন হলে রাসূল (ছাঃ) তার ইদ্দতের মেয়াদ একটি ঋতু নির্ধারণ করেন (আবুদাউদ হা/২২২৯; হাকেম হা/২৮২৫, সনদ ছহীহ)।
তবে স্ত্রী যদি ধৈর্য ধারণ করে অসুস্থ স্বামীর খেদমত করে জীবন অতিবাহিত করে, তাহ’লে এর জন্য সে পরকালে অশেষ পুরস্কার লাভ করবে ইশাআল্লাহ। কেননা রাসূল (ছাঃ) বলেন, কোন স্ত্রী যখন পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে, রামাযানের ছিয়াম পালন করে, লজ্জাস্থানের হেফাযত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যেকোন দরজা দিয়ে চায় প্রবেশ করুক! (আবু নু‘আইম, মিশকাত হা/৩২৫৪; ছহীহুত তারগীব হা/১৯৩১)।
প্রশ্নকারী : শিহাবুদ্দীন, বড়লেখা, মৌলভীবাজার।