উত্তর : বিবাহের
উদ্দেশ্যে প্রদত্ত বিশেষ উপহার ফেরত চাওয়া যেতে পারে। ইবনু তায়মিয়াহ (রহঃ)
বলেন, যদি বিবাহের পূর্বে বিবাহের ওয়াদার প্রেক্ষিতে হাদিয়া প্রদান করা হয়
আর বিবাহ দেওয়া না হয়, তাহ’লে হাদিয়া ফেরত দিবে (আল-ফাতাওয়াল কুবরা ৫/৪৭২)। একইরূপ বলেছেন মারদাভী, যারকাশী ও ছান‘আনী (আল-ইনছাফ ৮/২৯৬; আল-মানছূর ফিল ক্বাওয়াইদিল ফিক্বহিয়াহ ৩/২৬৯; সুবুলুস সালাম ২/২২০)। সর্বোপরি কেউ যাতে প্রতারিত না হয় বা যুলুমের শিকার না হয়, সে ব্যাপারে সকলকে খেয়াল রাখতে হবে।