উত্তর : পিতামাতা চাইলে সন্তানকে প্রদত্ত কোন দান ফেরত নিতে পারেন। রাসূল (ছাঃ) বলেন, কোন ব্যক্তির জন্য কোন কিছু দান করার পর তা ফেরত নেওয়া জায়েয নয়। কেবল পিতা তার সন্তানদের কিছু দিয়ে তা ফেরত নিতে পারেন (আবুদাউদ হা/৩৫৩৯; নাসাঈ হা/৩৬৯০; মিশকাত হা/৩০২১)। এক্ষণে আদালতের আশ্রয় নেয়ার পরও ছেলের নিকট থেকে কোনভাবেই জমি ফেরত না পাওয়া গেলে মেয়েদের উচিৎ মায়ের প্রতি দাবী ছেড়ে দেওয়া, যাতে মা গুনাহ থেকে মুক্ত হতে পারেন। কেননা তিনি ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন।
প্রশ্নকারী : গোলাম ক্বাদের, চট্টগ্রাম।