
উত্তর : অপ্রাপ্ত বয়স্ক শিশুদের জন্য মুছহাফ স্পর্শ করা বা স্পর্শ করে তেলাওয়াত করার জন্য ওযূ শর্ত নয়। কারণ তারা শরী‘আতের বিধান পালনের জন্য আদিষ্ট নয়। আর রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তিন ব্যক্তি (ক্বিয়ামত দিবসে) দায়মুক্ত। ঘুমন্ত ব্যক্তি জেগে না ওঠা পর্যন্ত, অপ্রাপ্তবয়স্ক বালেগ না হওয়া পর্যন্ত এবং মস্তিষ্কবিকৃত ব্যক্তি জ্ঞান না ফেরা পর্যন্ত (আবুদাউদ হা/৪৩৯৮; মিশকাত হা/৩২৮৭, সনদ ছহীহ)। তবে শিশুরা সাত বছরে পদার্পণ করলে পিতা-মাতা বা শিক্ষকগণ তাদের ওযূর প্রশিক্ষণ দেওয়া শুরু করবেন এবং যে ইবাদতগুলোর জন্য ওযূ শর্ত তা বর্ণনা করে দিবেন (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৩৭/২৭৮; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৯/৬৬)।
প্রশ্নকারী : খায়রুল ইসলাম, যশোর।