উত্তর : এটি সুন্নাতে মুওয়াক্কাদাহ নয়; বরং সুন্নাতে যায়েদাহ। যেমন ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আছরের পূর্বে ৪ রাক‘আত ছালাত আদায় করবে তার প্রতি আল্লাহ তা‘আলা অনুগ্রহ করবেন’ (আহমাদ, তিরমিযী, মিশকাত হা/১১৭০)। অন্য হাদীছে এসেছে যে, রাসূলুল্লাহ (ছাঃ) আছরের পূর্বে দু’রাক‘আত ছালাত আদায় করতেন (আবুদাঊদ, সনদ হাসান, মিশকাত হা/১১৭২)। অতএব আছরের পূর্বে চার বা দু’রাক‘আত ছালাত সাধারণ সুন্নাত হিসাবে আদায় করা যায়; সুন্নাতে মুওয়াক্কাদাহ হিসাবে নয় (ফাতাওয়া লাজনা দায়েমা ৬/১২৮)।