ভারতের মহারাষ্ট্রে কৃষকদের দুর্দশা চরমে পৌঁছেছে। সরকারী পরিসংখ্যানে পাওয়া গেছে যে, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত রাজ্যের ১৪,৫৯১ জন কৃষক আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন দফতরের মন্ত্রী বিজয় ওয়াদেতিয়ার একথা জানিয়েছেন। মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের শুধুমাত্র নাগপুর এবং অমরাবতী রাজস্ব বিভাগের অন্তর্গত ১১টি যেলায় ২০১৯ সালে ১,২৮৬ জন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে মহারাষ্ট্রে প্রায় ১২ হাযার কৃষক আত্মঘাতী হয়েছিল বলে ভারত সরকার জানিয়েছিল। মূলত ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করতে না পারা ও শস্য উৎপাদন ব্যাহত হওয়া এসব আত্মহত্যার অন্যতম কারণ।

[পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের দেশ ভারত। সেই সাথে ২০১৫ সালের বিশ্ব ব্যাংকের দেওয়া হিসাবে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশও এটি। দক্ষিণ এশিয়ায় প্রতি পাঁচজন চরম দরিদ্রের মধ্যে চারজনই বাস করে ভারতে। সূদী অর্থনীতির তিক্ত পরিণাম এটি। যতদিন সূদ দূর না হবে, ততদিন এটা চলতেই থাকবে। কিন্তু ভোটার ও ভোটপ্রার্থী কেউই এটা বুঝতে চাননা। অতএব দুনিয়াবী শাস্তি ভোগ করতে হবে। এরপরে আখেরাতে জাহান্নামের শাস্তি তো আছেই (স.স.)]






আরও
আরও
.