চীনের সরকারী সংবাদসংস্থা জিনহুয়ার দাবী অনুযায়ী চীনের দক্ষিণ-পূর্ব প্রদেশের রাজধানী শহর আনহুইয়ের হেফেইতে একটি গবেষণাগারে একদল বিজ্ঞানী সফলভাবে কৃত্রিম সূর্য বানাতে সক্ষম হয়েছে। কিন্তু অপর একদল বিজ্ঞানীর মতে, এর নেপথ্যে দেশটির পরিকল্পনা ভিন্ন। ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পের আড়ালে আসলে তারা হাইড্রোজেন বোমার চেয়েও শক্তিশালী একটি বোমা বানাতে চাইছে। তাই ভারত সহ সব দেশই সেদিকে কড়া নযর রেখেছে।

চীনের বিজ্ঞানীরা দাবী করেছেন, ঐ নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টারের মধ্যে প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। সূর্যের একেবারে কেন্দ্রবিন্দুতে যে তাপমাত্রা  থাকে,  তার  থেকে  প্রায়  ছয়গুণ  বেশি এই তাপমাত্রা।

যদিও এখনও এই তাপমাত্রা বা শক্তিকে কীভাবে মওজুদ করা যায়, তা এখনো অধরা বিজ্ঞানীদের কাছে। তাদের আরো দাবী, মূলতঃ পৃথিবীতে যে বিপুল পরিমাণ বিদ্যুৎশক্তির চাহিদা রয়েছে, তা মেটাতেই এই গবেষণা। কারণ গবেষণাগারে যে বিপুল পরিমাণ তাপমাত্রা তৈরি হয়েছে, তার সাহায্যে ১০ মিলিয়ন ওয়াট বিদ্যুৎশক্তি পাওয়া যেতে পারে।  

এদিকে, ভবিষ্যতে প্রায় ২০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরির গবেষণার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেই প্রকল্পে চীন ছাড়াও ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, ভারত, জাপান, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বের একাধিক শক্তিধর দেশ যুক্ত। ঐ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনই মূল লক্ষ্য সব দেশের। ২০১৩ সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৫ থেকে এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।






আরও
আরও
.