গত ৮ই এপ্রিল সোমবার জম্মু-কাশ্মীর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ফারূক আব্দুল্লাহ হুঁশিয়ার করে বলেন, ৩৭০ ও ৩৫ ধারা বাতিল হ’লে স্বাধীনতার দাবীতে আন্দোলনে নামবে কাশ্মীরীরা। এ ধারাকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীর কংগ্রেস কমিটির প্রধান জি এ মীর। এদিকে গত ৫ই এপ্রিল এক সাক্ষাৎকারে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মাহবূবা মুফতী বলেছেন, জম্মু-কাশ্মীর ৬০/৭০ শতাংশ মুসলিম অধ্যুষিত রাজ্য হওয়া সত্ত্বেও আমরা পাকিস্তানের সঙ্গে না গিয়ে শর্তের ভিত্তিতে ভারতকে বেছে নিয়েছিলাম। ৩৭০ ধারা ও ৩৫-ক ধারা একটি সেতুর মতো। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এতে কিছু শর্ত ছিল। ভারতীয় সংবিধান অনুযায়ী ৩৭০ ধারা, বিশেষ মর্যাদা ও আলাদা পতাকার গ্যারান্টি দেওয়া হয়েছে। আমাদের সম্পর্কের ভিত্তি এটাই। শাসক দল বিজিপি-র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা ঐ শর্তকে শেষ করে দেন তাহলে ভারত থেকে কাশ্মীরের সম্পর্ক শেষ হয়ে যাবে। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহ ২০২০ সালের মধ্যে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপির ঘোষিত ইশতেহারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে।  এছাড়া নাগরিক তালিকা (এনআরসি) বিজেপির একটি ভাঁওতাবাজি বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য যে, ১৯৪৭ সালে দেশভাগের সময় জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ ছিল না৷ ছিল মহারাজা হরি সিং-এর স্বাধীন রাজতন্ত্র৷ কিন্তু ১৯৪৭ সালের ২২শে অক্টোবর কিছু পার্বত্য দস্যু কাশ্মীর আক্রমণ করলে, রাজা হরি সিং ভারতের কাছে সেনা সাহায্য চান ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’ অর্থাৎ ভারতভুক্তির শর্তে৷ তাতে জম্মু-কাশ্মীরকে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেবার সুযোগ রাখা হয়৷ সে সময়ে বিনা পারমিটে কাশ্মীরে কেউ প্রবেশ করতে পারতো না৷

৩৫-ক ধারা কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ ক্ষমতা দিয়েছে। ফলে বাইরের প্রদেশের বাসিন্দারা এখানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনতে পারেন না। এছাড়া এজন্য জম্মু ও কাশ্মীর সরকার অন্য প্রদেশের নাগরিকদের চাকুরীতে রাখতে পারে না। ১৯৫৪ সালে রাষ্ট্রপতির নির্দেশে ৩৫-ক ধারাকে ৩৭০ ধারার সঙ্গে যুক্ত করা হয়।

[আমরা নির্যাতিত মুসলমানদের এই সম্মিলিত চেতনাকে স্বাগত জানাই। সেই সাথে অবিলম্বে জাতিসংঘের ১৯৪৮ সালের ৪৭ নং প্রস্তাব অনুযায়ী জম্মু-কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবী জানাই। যাতে কাশ্মীরী জনগণ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারে (স.স.)।]

আসামে গরুর গোশত বিক্রি করায় ব্যবসায়ীকে নাজেহাল






হলুদ তরমুজে রঙিন কৃষক
মানুষের শেখা উচিত কুকুরের কাছ থেকে
বিধ্বংসী ঝড়ই হবে ভবিষ্যৎ পৃথিবীর নিউ নর্মাল : মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা
প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে ভারতে
পর্যবেক্ষণ সমূহের সার-সংক্ষেপ
নওমুসলিম মেয়ের আচরণে মুগ্ধ হয়ে পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
লেখা শেষে গাছ হবে, এমন কলম বানাল বরগুনার আমীরুল ইসলাম
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
একই ঈদগাহ ময়দানে ৮১ বছর যাবৎ ইমামতি, বিদায়ের সময় পেলেন বিরল সম্মাননা
কাবিন বাণিজ্যের বলি ৮০ শতাংশ পুরুষ
যন্ত্র নয়, মানুষের লোভই মানবসভ্যতার ভয়ের কারণ - -স্টিফেন হকিং
আরও
আরও
.