গত ৮ই এপ্রিল সোমবার জম্মু-কাশ্মীর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ফারূক আব্দুল্লাহ হুঁশিয়ার করে বলেন, ৩৭০ ও ৩৫ ধারা বাতিল হ’লে স্বাধীনতার দাবীতে আন্দোলনে নামবে কাশ্মীরীরা। এ ধারাকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীর কংগ্রেস কমিটির প্রধান জি এ মীর। এদিকে গত ৫ই এপ্রিল এক সাক্ষাৎকারে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মাহবূবা মুফতী বলেছেন, জম্মু-কাশ্মীর ৬০/৭০ শতাংশ মুসলিম অধ্যুষিত রাজ্য হওয়া সত্ত্বেও আমরা পাকিস্তানের সঙ্গে না গিয়ে শর্তের ভিত্তিতে ভারতকে বেছে নিয়েছিলাম। ৩৭০ ধারা ও ৩৫-ক ধারা একটি সেতুর মতো। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এতে কিছু শর্ত ছিল। ভারতীয় সংবিধান অনুযায়ী ৩৭০ ধারা, বিশেষ মর্যাদা ও আলাদা পতাকার গ্যারান্টি দেওয়া হয়েছে। আমাদের সম্পর্কের ভিত্তি এটাই। শাসক দল বিজিপি-র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা ঐ শর্তকে শেষ করে দেন তাহলে ভারত থেকে কাশ্মীরের সম্পর্ক শেষ হয়ে যাবে। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহ ২০২০ সালের মধ্যে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপির ঘোষিত ইশতেহারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে।  এছাড়া নাগরিক তালিকা (এনআরসি) বিজেপির একটি ভাঁওতাবাজি বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য যে, ১৯৪৭ সালে দেশভাগের সময় জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ ছিল না৷ ছিল মহারাজা হরি সিং-এর স্বাধীন রাজতন্ত্র৷ কিন্তু ১৯৪৭ সালের ২২শে অক্টোবর কিছু পার্বত্য দস্যু কাশ্মীর আক্রমণ করলে, রাজা হরি সিং ভারতের কাছে সেনা সাহায্য চান ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’ অর্থাৎ ভারতভুক্তির শর্তে৷ তাতে জম্মু-কাশ্মীরকে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেবার সুযোগ রাখা হয়৷ সে সময়ে বিনা পারমিটে কাশ্মীরে কেউ প্রবেশ করতে পারতো না৷

৩৫-ক ধারা কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ ক্ষমতা দিয়েছে। ফলে বাইরের প্রদেশের বাসিন্দারা এখানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনতে পারেন না। এছাড়া এজন্য জম্মু ও কাশ্মীর সরকার অন্য প্রদেশের নাগরিকদের চাকুরীতে রাখতে পারে না। ১৯৫৪ সালে রাষ্ট্রপতির নির্দেশে ৩৫-ক ধারাকে ৩৭০ ধারার সঙ্গে যুক্ত করা হয়।

[আমরা নির্যাতিত মুসলমানদের এই সম্মিলিত চেতনাকে স্বাগত জানাই। সেই সাথে অবিলম্বে জাতিসংঘের ১৯৪৮ সালের ৪৭ নং প্রস্তাব অনুযায়ী জম্মু-কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবী জানাই। যাতে কাশ্মীরী জনগণ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারে (স.স.)।]

আসামে গরুর গোশত বিক্রি করায় ব্যবসায়ীকে নাজেহাল






আরও
আরও
.