অস্ট্রেলিয়ায়
প্রথমবারের মতো মুসলিম নারী সিনেটর মনোনীত হয়েছেন মেহরুন ফারূকী। গত ১৫ই
আগষ্ট বুধবার তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেওয়া হয়। ইতিপূর্বে ২০১৩
সালে তিনি নিউ সাউথ ওয়েলস থেকে গ্রীন পার্টির সাংসদ নির্বাচিত হন।
পাকিস্তানী বংশোদ্ভূত পরিবেশ প্রকৌশলী মুসলিম নারী মেহরুন ফারূকী নারীবাদী
হিসাবেও বেশ পরিচিত। মেহরুনকে সিনেটের যে শূন্য আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, ঐ
আসনের সিনেটর ছিলেন গ্রীন পার্টির নেতা লি রিয়ানন। মেহরুন বিবিসিকে বলেন,
তার কাজ হবে একটি ইতিবাচক অস্ট্রেলিয়া গড়ার পক্ষে, যেখানে ধর্ম-বর্ণের
বিচিত্রতা থাকবে। তাঁর মতে, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ
আরও শক্তিশালী হ’তে যাচ্ছে।