সড়ক দুর্ঘটনার জন্য সাধারণত চালকরাই দায়ী। তাই দুর্ঘটনা কমাতে চালকের পরিবর্তে অন্য একটি উপায় আবিষ্কার করেছে গুগল। প্রতিষ্ঠানটি এমন এক কম্পিউটার প্রোগ্রাম আবিষ্কার করেছে, যা মানুষের চেয়েও দক্ষভাবে গাড়ি গন্তব্যে নিয়ে যাবে এবং দুর্ঘটনাও কমাবে।

গুগলের নিজস্ব গবেষণায় দেখা গেছে, মানুষ চালিত গাড়ির চেয়ে ২৭ শতাংশ কম দুর্ঘটনার শিকার হয় গুগলের প্রোগ্রাম নিয়ন্ত্রিত চালকবিহীন গাড়ি। গবেষণায় আরও দেখা যায়, প্রোগ্রাম নিয়ন্ত্রিত গাড়িটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ার পরও দুর্ঘটনা ঘটেনি। গতানুগতিক গাড়িগুলো প্রতি দশ লক্ষ মাইলে ৪.২টি দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে চালকবিহীন গাড়ি হয়েছে ৩.২টি’র। শুধু নিয়ন্ত্রিত পরিবেশে নয়, আমেরিকার ব্যস্ততম শহরের রাস্তায়ও এ পরীক্ষা চালানো হয়। এই সাফল্য ইঙ্গিত বহন করছে যে, ভবিষ্যতের চালকবিহীন গাড়ির যুগ খুব দূরে নয়। মানুষ শুধু কমান্ড করবে আর চালকবিহীন গাড়ি তাকে গন্তব্যে পৌঁছে দেবে।






আরও
আরও
.