বাংলাদেশের একজন বিজ্ঞানী পাট থেকে এমন এক ধরনের পলিমার তৈরী করেছেন যেটি দেখতে পলিথিনের মত হ’লেও সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই পলিমারের তৈরী ব্যাগ ফেলে দিলে ৩/৪ মাসের মধ্যে পচে গিয়ে মাটির সাথে মিশে যায়। ফলে পরিবেশের কোন ক্ষতি হয় না। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোবারক আহমাদ খান ছয় বছরের গবেষণার পর এই পলিমার তৈরী করেন। তার এই উদ্ভাবন পাট ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করে এর সোনালী অতীতকে ফিরিয়ে আনবে বলে আশ করা হচ্ছে।

বর্তমানে রাজধানীর ডেমরার রাষ্ট্রায়ত্ত লতীফ বাওয়ানী জুট মিলে পরীক্ষামূলকভাবে প্রতিদিন দু’হাযারের মত তৈরী হচ্ছে পাট থেকে তৈরী এই পলিমার ব্যাগ। দেখতে সাধারণ পলিথিনের মত এই ব্যাগগুলো তুলনামূলকভাবে অধিক টেকসই ও ভার বহনে সক্ষম। পানিনিরোধক এ ব্যাগের দামও খুব বেশী নয়। এক কেজি পলিথিন ব্যাগের দাম যেখানে ২০০ থেকে ২৫০ টাকা সেখানে পাটের পলিমার ব্যাগের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। পচনশীল হ’লেও এই ব্যাগের ভেতর বাতাস বা পানি প্রবেশ করতে পারে না। ব্যাগটি সম্পর্কে ড. মোবারক বলেন, পলিথিনের তুলনায় পাটের পলিমার দেড় গুণ বেশী ভার বহন করতে পারে। এটি পানি শোষণ না করলেও ফেলে দেওয়ার তিন থেকে চার মাসের মধ্যে পচে মাটির সাথে মিশে যায়। তিনি বলেন, শুরুতে এর উৎপাদন খরচ বেশী হ’লেও ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু হ’লে পলিথিনের মতই খরচ কমে যাবে।

এই ব্যাগের রফতানী সম্ভাবনাও বিপুল। ইতিমধ্যে কয়েকটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এ ব্যাগ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। জানা গেছে, বছরে ৫০০ বিলিয়ন ডলারের পচনশীল পলিব্যাগের চাহিদা রয়েছে বিশ্বে। বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ পাট উৎপাদিত হয় তার পুরাটাও যদি পলিমার ব্যাগ তৈরীতে ব্যবহার করা যায়, তবু বিশ্ব চাহিদার অর্ধেকও পূরণ হবে না। অতএব এ ব্যাপারে সরকারী-বেসরকারী সমন্বিত উদ্যোগ একান্তভাবে আবশ্যক।







ভারতে মুসলমানদের সংখ্যা ক্রমবর্ধমান
ছালাতের সময় ফাঁকা হয়ে যায় দিনাজপুর চিরির বন্দরের ‘শান্তির বাজার’
বছরে বিশ্বে কয়েক হাযার কোটি ডলার ঘুষ লেনদেন
বিশ্বের গভীরতম ও স্বচ্ছতম বরফ জমাট বৈকাল হ্রদ
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
জাতিসংঘের প্রতিবেদন (ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে)
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
করোনার কারণে নাইজেরিয়ায় মুক্তি পাচ্ছে ৭৪ হাযার কারাবন্দী
হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর ইন্তেকাল
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
৪ আরব দেশের ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে দখলদার ইস্রাঈলের মানচিত্র প্রকাশ!
আরও
আরও
.