জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা কানজি কাতো বলেছেন, অবিবাহিত নারীরা দেশের জন্য বোঝা। সম্প্রতি দলের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। কানজি বলেন, তাকে একটি বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে বলা হ’লে তিনি নবদম্পতিকে কমপক্ষে তিনটি সন্তান জন্মদানে উৎসাহিত করেছিলেন। এসময় যেসব নারী বিয়ে করতে চান না তারা এর প্রতিবাদ করেছিল। এর উত্তরে কানজি বলেন, তারা যদি বিয়ে না করে তাহ’লে তারা সন্তান নিতে সক্ষম হবে না এবং তাদেরকে বৃদ্ধ বয়সে অন্যের সন্তানদের করের টাকায় বৃদ্ধনিবাসে থাকতে হবে। উল্লেখ্য, জাপানে শিশু জন্মহার রেকর্ড পরিমাণে কমেছে।

[আল্লাহর প্রাকৃতিক বিধান অমান্য করার বিষময় ফল ভোগ করে এখন তাদের হুঁশ ফিরেছে। অতএব অন্যেরা সাবধান হউন (স.স.)]






আরও
আরও
.