গত সংখ্যার সাধারণ জ্ঞান (নদ-নদী)-এর সঠিক উত্তর

১।  প্রায় ৭০০টি।

২। ব্রহ্মপুত্র।

৩। মেঘনা (৩৩০ কি.মি.)।

৪।  মেঘনা (ভোলার নিকট ১২ কি.মি.)।

৫। মেঘনা (৬০৯ মি. গভীর)।

গত সংখ্যার মেধা পরীক্ষা (বিজ্ঞান)-এর সঠিক উত্তর

১। তুলা গাছকে।      ২। ইউক্লিপটাস।

৩। সুন্দরবন।         ৪। গরান।

৫। বৈলাম।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১। কোন ছাহাবী সবচেয়ে বেশী হাদীছ বর্ণনা করেছেন?

২। কোন ছাহাবী তাঁর মায়ের বিয়ে পড়িয়েছিলেন?

৩। কোন ছাহাবী প্রতিশোধের বদলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর দেহে চুম্বন করেছিলেন?

৪। কোন ছাহাবীকে আল্লাহর সিংহ উপাধি দেওয়া হয়েছিল?

৫। কোন ছাহাবী এক পথে চললে শয়তান অন্য পথে চলে যেত?

সংগ্রহে : মুহাম্মাদ আশরাফুল ইসলাম

হাড়াভাংগা, গাংনী, মেহেরপুর।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১। মাটি ফেটে চৌচির, তার মাঝে মহাবীর।

২। ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে আওয়াজ নেই।

৩। খাঁচার ভিতর পেঁচার ছাও, ৬ মাথা তার বার পাও।

৪। উকতান, বুকতান কোন জিনিসের তিন কান।

৫। ডাক দিয়ে ভয় দেখায়, আলো দিয়ে পথ দেখায়।

সংগ্রহে : আব্দুল হাসীব

চাঁদপুর, রূপসা, খুলনা।

আত-তাহরীক

শেখ মুহাম্মাদ জীবন

নন্দনগাছী, চারঘাট, রাজশাহী।

আত-তাহরীক তুমি নির্ভীক, হও সামনে আগুয়ান।

বিশ্ব মাঝে উড়াতে হবে তাওহীদি নিশান।

সত্য কথা প্রচার করতে নেইতো কোন ভয়,

সত্যকে নিয়ে এগিয়ে যাওয়া তোমারই শোভা পায়।

সমাজ হ’তে দূর করতে মুসলিম উম্মার গ্লানি,

প্রচার করে চলেছ তুমি কুরআন-সুন্নাহর বাণী।

কুরআন-সুন্নাহ প্রচার করতে যদিও বাধা আসে,

ভয় নেই কোন মহান আল্লাহ আছেন তোমার পাশে।

***

ধান্ধায় দুনিয়া

শাহীনুর রহমান

সপুরা, রাজশাহী।

ধান্ধাবাযে ভরে গেছে এই ধরণী ভাই,

ধান্ধা ছাড়া কোন মানুষ এ জগতে নাই।

সূদখোরের সূদের ধান্ধা ঘুষখোরের চাই ঘুষ,

মদখোরের মদের ধান্ধা নেশায় থাকে বেহুঁশ।

কলকারখানায় ফাঁকির ধান্ধা অফিসারের চাই টাকা,

শ্রমিক-মজুর করে হাহাকার পকেট তাদের ফাঁকা।

মরার ধান্ধা নেই যে কারো বেড়ায় হেসে খেলে,

চলছে জীবন মহাসুখে দেখছি নয়ন মেলে।

দ্বীনের পথে চলে যারা তারাই মুমিন বান্দা

অহি-র বিধান করবে পালন সেটাই তাদের ধান্ধা।

***

সোনামণির দায়িত্ব

মুজাহিদুল ইসলাম

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

নওদাপাড়া, রাজশাহী।

সোনার দেশের সোনার ছেলে

করবি না অহংকার,

অহি-র পথে চলতে গিয়ে,

ধারবি না কারো ধার\

দেশকে করবি বিদ‘আত মুক্ত

গড়বি সোনার রাষ্ট্র

অহি-র পথে  চলতে গিয়ে

দিসনা কাউকে কষ্ট\

প্রাণকে করবি উৎসর্গ আর

মনকে করবি উদার,

অন্যায়ের কাছে কভু

মানবি না কো হার\

বুকে আছে শক্তি তোর

প্রাণে আছে বল,

সত্যের পথে আসলেও বাধা

থাকবি অবিচল\

তোর দাওয়াতে এগিয়ে আসতে

পড়বে লোকের ঢল,

আল্লাহর পথে থাকবি অটুট

ওহে সোনামণির দল\

***

সোনামণি সংগঠন

শহীদুল্লাহ

নওদপাড়া মাদরাসা, রাজশাহী।

সোনামণি একটি আদর্শ সংগঠনের নাম

রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম।

এসো সোনামণি আমরা সবাই,

নীতি বাক্য ৫টি মেনে চলি।

কুরআন-হাদীছ পড়ি,

রাসূলের আদর্শে জীবন গড়ি।

ছুটে এসে হে সোনামণি!

হক্বের পথে মোরা সদা চলি

মেনে চলি দশটি গুণাবলী,

রাসূলের আদর্শে জীবন গড়ি।

***






আরও
আরও
.