উত্তর : স্বামীর অসন্তুষ্টিতে ও অসম্মতিতে স্ত্রীর এরূপ অবস্থান জায়েয নয়। রাসূল (ছাঃ) বলেন, যদি কোন স্ত্রী তার স্বামীর শয্যা ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করে, তাহ’লে যতক্ষণ না সে তার স্বামীর শয্যায় ফিরে আসে, ততক্ষণ ফেরেশতাগণ তার ওপর লা‘নত বর্ষণ করতে থাকেন (বুখারী হা/৫১৯৪; মুসলিম হা/১৪৩৬)। এরূপ স্ত্রীর খরচ বহন করা স্বামীর জন্য যরূরী নয় (ইবনু কুদামা, মুগনী ৮/২৩৬)। তবে মায়ের অপরাধে সন্তানদের ভরণপোষণ থেকে বঞ্চিত করা যাবে না।