উত্তর: কয়েকটি শর্তসাপেক্ষে উক্ত পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয। ১. পণ্যের মূল্য বাজারদর অপেক্ষা বেশী হওয়া যাবে না। ২. কেবল পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে পণ্য ক্রয় করা যাবে না। ৩. অন্য ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য থাকা যাবে না। উক্ত তিনটি বিষয়ের কোন একটি থাকলে উক্ত পণ্য ক্রয় করা যাবে না। আর কোন বৈধ উদ্দেশ্যে কাউকে নির্বাচনের জন্য লটারীর আশ্রয় গ্রহণ করা জায়েয। এছাড়া পণ্যের সাথে সুনির্দিষ্ট কোন উপহার প্রদান করা হ’লে তা গ্রহণেও কোন বাধা নেই (ওছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ৪৯/০৫; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব)।
প্রশ্নকারী : আতীকুল ইসলাম, ঢাকা।